নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটক-১ এবং এজাহারভুক্ত ১ আসামী আটক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ ,৪ আগস্ট, ২০১৮ | আপডেট: ৬:৫২ অপরাহ্ণ ,৪ আগস্ট, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। বিপুল পরিমান নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ জব্দসহ মোঃ আঃ রহিম (২৬) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৪ আগষ্ট-১৮ শনিবারা সকাল সারে ১০.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বখাবাসপুর উকিল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, পাবনা জেলার পাবনা সদর উপজেলার গাছপড়া ছোটমনাপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে। সে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বখাবাসপুর উকিল পাড়া গ্রামের একটি ভাড়া বাসাতে থাকত।
পরে, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮(ক) ও (গ) ধারার অপরাধে ২৭ ধারা মোতাবেক মোঃ আঃ রহিম (২৬) কে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত যৌন উত্তেজক ওষুধ সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।
নগরকান্দা হতে এজাহার নামীয় পলাতক আসামী আটক
একইদিন ২য় অভিযানে, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে দুপুর পৌনে ১.টার দিকে, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ফুলসূতী বাজার অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মামলা নং-১৫, তারিখ ১৮-০৬-২০১৮,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৬/৪২৭/ ৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহার নামীয় ২নং পলাতক আসামী হাসান মাতুব্বর (৩৫) কে আটক করা হয়।
আটক আসামী হাসান মাতুব্বর, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসূতগ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে।
আটককৃত আসামীকে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।