রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদর ইউপি পরিষদ চেয়ারম্যান এবং সচিবদের পরিকল্পনা প্রস্তুতকরণ, প্রকল্প বাস্তবায়ন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)-এর সহযেগীতায় ও আয়োজনে ২রা আগষ্ট-১৮ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণের করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশেক হাসান, উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, ভাইস-চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।