সাদ্দাম হোসেন-ভ্রাম্যমান সংবাদদাতা।। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের আওতাধীন রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের প্রায় তিন শতাধিক মোটর সাইকেলের বিশাল বহর শোডাউন হয়েছে।
৩১শে জুলাই-১৮ মঙ্গলবার বিকালে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজার থেকে মোটর সাইকেলের এই বহর বের হয়ে মৃগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে পুনরায় মৃগী বাজার এসে শেষ হয়।
‘শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’ এ শ্লোগান দিয়ে স্থানীয় এমপি মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের পক্ষে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুলু হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের নির্দেশে ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোডাউনের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।