নিজস্ব প্রতিনিধি।। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দীনের তালাবদ্ধ বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৭)।
৩০ জুলাই-১৮ সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়। চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দীনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। বাসায় ব্যাপক তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তবে সে সময় সাইফুদ্দীন বাসায় ছিলেন না।
জানা গেছে, বাসাটি ভাড়া নিলেও পরিবার নিয়ে তিনি থাকেন অন্য জায়গায়। কিন্তু, নিয়মিত বাসার ভাড়া দিয়ে আসছেন। মিমতানুর রহমান আরও বলেন, অভিযানের খবর শুনে সাইফুদ্দীন আত্মগোপনে চলে গেছেন। তবে তাকে আটকের চেষ্টায় র্যাবের একটি টিম কাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।