আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Rtv Bangla ইউটিউবের সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্য আটক- পলাতক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ ,২৭ জুলাই, ২০১৮ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ণ ,২৭ জুলাই, ২০১৮
Rtv Bangla ইউটিউবের সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্য আটক- পলাতক-১

নিজস্ব প্রতিনিধি।।ইউটিউব চ্যানেলে অভিনয়ের প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে নাটক ও সিনেমার নামে  তরুন-তরুনীদের সংক্ষিপ্ত ভিডিও ধারনের পর তা বিকৃত করে অশ্লীল ভাবে Rtv Bangla ইউটিউব চ্যানেলে প্রচার করে প্রথমে ব্লাকমেইল ও পরে মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের ২ সদস্য মোঃ রাসেল তালুকদার (২৩) ও মোঃ সোহেল রানা (২১) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মোঃ মেহেদী হাসান @ আশিক নামে আরেক প্রতারক কৌশলে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ কাজে ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও বিপুল পরিমান সিম জব্দ করা হয়।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৭শে জুলাই-১৮ সোমবার সকাল ৭.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেট এলাকায় এবং নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পলাতক ও আটকৃতদের পরিচয়- মোঃ রাসেল তালুকদার ও তার ভাই মোঃ সোহেল রানা উভয়েই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছাগলদি গ্রামের মোঃ হেদায়েত তালুকাদারের ছেলে।এবং পলাতক মোঃ মেহেদী হাসান @ আশিক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।

ঘটনার সূত্রে বিস্তারিত জানাযায় যে, ভিকটিম ফরিদপুরে কর্মরত ওষুধ কোম্পানীর জনৈক তরুন কর্মকর্তাকে নায়ক এবং দক্ষিণ ঝিলটুলিতে বসবাসরত জনৈক গৃহবধুকে শর্টফিল্মের নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরণের ভিডিও ধারন করে। পরবর্তীতে উক্ত ধারনকৃত ভিডিও সমূহ অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেল Rtv Bangla তে প্রচার করে।এ ভাবে অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেলে বিকৃত ভাবে বহুল প্রচারিত হওয়ায় তা উক্ত ভিকটিম তরুণ-তরুণীর দৃষ্টিগোচর হয় এবং তারা এর প্রতিবাদ জানালে তাদেরকে গত ২৫-০৭-১৮ইং তারিখ দুপুর আনুমানিক ২ ঘটিকা হতে রাত আনুমানিক ১২ ঘটিকা পর্যন্ত ফরিদপুর কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেটে অবস্থিত জনৈক মোঃ কাইয়ুম মাষ্টার এর মালিকানাধীন ৬তলা ভবনের ৫ম তলার একটি ফ্লাটে গৃহবন্ধি করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ৪৪ হাজার টাকা মুক্তিপণ প্রদানের মাধ্যমে তারা এই জিম্মিদশা থেকে মুক্তি পায়। জিম্মিদশা থেকে উদ্ধার পাওয়ার পর তারা বিষয়টি র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে এবং আইনগত সহায়তা কামনা করে।

তদপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে আটক করে।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগি মোঃ মেহেদী হাসান @ আশিক কৌশলে পালিয়ে যায়।এবং ঘটনাস্থল থেকে আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ কাজে ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও বিপুল পরিমান সিম জব্দ করা হয়।

ধৃত আসামী রাসেল তালুকদারের স্বীকারোক্তি মোতাবেক মুক্তিপণের ৩৬২৬০/-টাকা নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অবস্থিত বিকাশ এজেন্ট এবং “রাসেল মাল্টিমিডিয়া সার্ভিস পয়েন্ট এ্যান্ড ষ্টুডিও” এর সত্বাধিকারী মোঃ সোহেল রানাকে আটক পূর্বক উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে ফরিদপুর কোতয়ালী থানাধীন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments