কোতয়ালী হতে ৩ মাদক সেবী আটক;অতপর ৬ মাসের জেল
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ ,২৭ জুলাই, ২০১৮ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ণ ,২৭ জুলাই, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। ৩০০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য গ্রহণের উপকরণসহ ৩ জন মাদক সেবীকে আটক করেছে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৬শে জুলাই-১৮ বৃহস্পতিবার বিকেল ৫.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নদী গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হাড়োকান্দি গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ জুবায়ের মিয়া(১৯), মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মোঃ আরাফাত ইসলাম(১৯) ও মোঃ হাফিজুল শেখের ছেলে মোঃ আল আমিন শেখ(১৯)।
পরে তাদেরকে, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার হাসান মোঃ হাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।