আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া হতে ২ মাদক সেবীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ ,২৫ জুলাই, ২০১৮ | আপডেট: ১১:২১ অপরাহ্ণ ,২৫ জুলাই, ২০১৮
দৌলতদিয়া হতে ২ মাদক সেবীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল

নিজস্ব প্রতিনিধি ।। ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কছিমদ্দিন বেপারী ডাঙ্গী গ্রামের মোঃ সমশের শেখের ছেলে মাদক সেবী মোঃ সফিক শেখ(৩৬)কে এবং একই জেলা উপজেলার আহমদ মোল্লার গ্রামের মৃত তাইজদ্দিন মোল্লার ছেলে মুসা মোল্লা(৩২)কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় উভয়ের নিকট হতে ১০০ গ্রাম হারে সর্বমোট ২০০ গ্রাম গাঁজা এবং মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৪ জুলাই-১৮ বুধবার রাত সোয়া ৮.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পতিতা পল্লীর ১নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ওই ২ জন মাদক সেবীকে আটক করা হয়।

আটককৃতদেরকে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ৭(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

Comments

comments