রাজবাড়ী প্রতিনিধি ।। পড়া-লেখায় উৎসাহ বাড়াতে রাজবাড়ীতে ৩৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন অংকের শিক্ষা অনুদানের চেক হাতে তুলে দিলেন-শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
সোমবার দুপুর ১২.টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেবেকা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
এ সময়, জেলা সহকারী শিক্ষা অফিসার সামসুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান।
প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন, এবার এইচএসসিতে পরীক্ষার প্রশ্ন তৈরিকরা হয়েছে ৫ সেট এবং পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে নকলমুক্ত। যার কারণে এবার পাশের হার কিছুটা কমেছে। সরকার পড়াশুনার মান বাড়াতে অব-কাঠোমোগত উন্নয়ন করছে। যার অংশ হিসেবে জেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করা হবে খুব শিগ্রই। শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করছে। এ সরকার নারীকে মূল্যায়ন করে এবং নারীর ক্ষমতায়নে কাজ করছে। দেশের অনেক স্থানে গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছে।
তিনি আরো বলেন, শিক্ষায় সবচেয়ে বরাদ্দ বেশি বরাদ্ধ দিয়েছে এ সরকার। আশাকরি তোমরা ভাল ভাবে পড়াশুনা করে জেলাসহ দেশের মান বাড়াবে। সবার নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করলে পড়াশুনার মান আরো ভাল হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।