গোয়ালন্দ ছাত্রলীগ নেতা হৃদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ ,১৯ জুলাই, ২০১৮ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ণ ,২১ জুলাই, ২০১৮
সোহাগ মিয়া-গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা।। “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৭১-এর ৩০ লক্ষ মহান শহীদদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গোয়ালন্দ নাজির উদ্দিন হাই স্কুলের মাঠে গাছের চারা রোপন করা হয়েছে।
১৯শে জুলাই-১৮ বৃহস্পতিবার সকালে মরহুম জলিল চেয়ারম্যান স্মৃতি ক্রীড়া সংঘ ও পাঠাগার এর আয়োজনে ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর অনুপ্রেরনায় ওই কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন- তরুন সমাজ সেবক ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, নাছির উদ্দিন রনি, নাজির উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক জহিরুর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের আহ্ববায়ক নুরুল ইসলাম শিকদার, উপেজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক রফিকুর ইসলাম সালো, ব্যাবসায়ী সুলতান আহম্মেদ, পৌর যুব মহিলা লীগের সভাপতি স্বরণ সালমা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন দেওয়ান, উপজেলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মুনছুর ব্যাপারী , রুবেল, শান্তসহ প্রমূখ।
আবির হোসেন হৃদয় বলেন, ৩০ লক্ষ শহীদ স্মরণে ৩০ লক্ষ গাছের চারা সারা দেশে রোপন করা হচ্ছে। এই বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন কররেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসময় বলেন, তোমরা সবাই পরিবেশ ভাল রাখতে একটি করে গাছ লাগাবে।