নিজস্ব প্রতিনিধি।।বিকাশের মাধ্যমে প্রতারনা চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।এ সময় আটককৃতদের নিকট হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল ফোন, সিম কার্ড ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা জব্দ করা হয়।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৭ই জুলাই-১৮ মঙ্গলবার রাত ৩.টা হতে সকাল সারে ৬.টা পর্যন্ত ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে- ভ্যারাইটিস ষ্টোর এর সত্বাধিকারী মোঃ লিয়াকত হোসেন মাতুব্বর(৩৩)কে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাশ প্রতারক চক্রের অপর সদস্যদেরকে ভাঙ্গা থানাধীন ঈশ্বর্দী গ্রাম হতে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো, ১। মোঃ বাহার তালুকদার(২৬), পিতাঃ মোঃ কবির তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০২। মোঃ মিলন তালুকদার(১৯), পিতাঃ জিকরিয়া তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০৩। মোঃ ফয়সাল তালুকদার(১৯), পিতাঃ মোঃ কুদ্দুস তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০৪। মোঃ আরিফ মাতুব্বর(১৯), পিতাঃ মৃত হাসমত মাতুব্বর, সাং-ঈশ্বর্দী, ০৫। মোঃ লিয়াকত হোসেন মাতুব্বর(৩৩), পিতাঃ মোঃ খলিলুর রহমান, সাং-সলিলদিয়া, সর্ব থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর।
আটককৃত সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে ভুয়া বিকাশ একাউন্ট খুলে ফরিদপুরের ভাঙ্গার সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের সহায়তায় ঢাকার জনৈক মোঃ এরফানুল ইসলাম এর ব্যক্তিগত বিকাশ একাউন্ট হতে সর্বমোট ২০,০০০/-(বিশ হাজার) টাকা গত ০৪-০৭-১৮ইং তারিখে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। তদপ্রেক্ষিতে উক্ত ভিকটিম ঢাকা মেট্রো পলিটন পুলিশের তেজগাঁও থানায় একটি জিডি করেন(তেজগাঁও থানার জিডি নং-২২৩, তাং-০৪-০৭-১৮ইং)। এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।