আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কতৃক নিষিদ্ধ পলিথিনসহ ১জনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ ,১৬ জুলাই, ২০১৮ | আপডেট: ১২:৫৭ পূর্বাহ্ণ ,২০ জুলাই, ২০১৮
ফরিদপুর র‌্যাব কতৃক নিষিদ্ধ পলিথিনসহ ১জনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল

নিজস্ব প্রতিনিধি।।সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৩৬০ কেজি পলিথিনসহ মোঃ সেলিম মোল্ল (৩৯) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রাদন।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৫ই জুলাই-১৮ রবিবার রাত ৮.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার মোস্তফা ডাঙ্গী গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে।

আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়।

Comments

comments