আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বেকারত্ব দূর করতে সরকারী খরচে প্রশিক্ষণ-গোয়ালন্দে ‘ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম’


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ ,১০ জুলাই, ২০১৮ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ণ ,১১ জুলাই, ২০১৮
বেকারত্ব দূর করতে সরকারী খরচে প্রশিক্ষণ-গোয়ালন্দে ‘ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম’

গোয়ালন্দ সংবাদদাতা ।। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।

৯ জুলাই-১৮ সোমবার সকালের দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিটাক-এর সেপা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামটিতে লন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- সৈয়দ মোঃ ইহসানুল করিম।

আরো বক্তৃতা করেন, ইকবাল হোসেন টোয়ারী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম ২০১৮ এ নির্বাচিত ২৫ জন ট্যালেন্ট ( মহিলা) যারা ৩ মাস প্রশিক্ষনের পরে বিভিন্ন ট্রেডে চাকরি পাবেন এবং নির্বাচিত আরো ২৫ জন যুবককে পরবর্তীতে ২ মাস ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে। এছাড়াও, বেকার যুবক-যুবতীরা বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যথাক্রমে ২মাস ও ৩ মাসব্যাপী প্রশিক্ষণ লাভ করবে। তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সাথে বেকারত্ব থেকে মুক্তি পাবে।

Comments

comments