স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর জৌকুড়া এলাকায় হান্নানের বালির স্তুপ ধসে বালু চাপায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া- জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বিশাল আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত ভাবে বালু বিক্রি করা হয়। রাত সাড়ে ১০.টা বা ১১.টার দিকে বালুর খামালের উপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তি করছিল। হঠাৎ করেই বালুর খামালের উপর থেকে ধসে ভেকুসহ ওই ট্রাকের উপর পরে, সেখানে উপস্থিত থাকা লোকেরা বালুর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক মারুফ সেখ এবং ১০ চাকার ট্রাক চালক ইমরান সরতার নিহত হয়।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পরবর্তিতে বিস্তারিত তথ্য জানাবেন বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।