রাজবাড়ী প্রতিনিধি ।। দৌলতদিয়ার পোড়াভিটা থেকে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক সেবীকে আটক করেছে ফরিদপুর র্যাবের একটি আভিযানিক দল।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১০ জুলাই-১৮ মঙ্গলবার সন্ধ্যা ৭.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে-
১।মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বালেডাংগা গ্রামের মৃত আনাসার আলীর ছেলে মোহাম্মদ আলী(৩০)কে ৪২ পিস ইয়াবা, ২।রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহির চর গ্রামের মোঃ আবুল শেখের ছেলে মোঃ বাবলু শেখ(৩৫) কে ৪০ পিস ইয়াবা, ৩।রাজবাড়ী জেলার দৌলতদিয়া বাহির চর গ্রামের মোঃ মনির ফকিরের ছেলে মোঃ জুয়েল ফকির(২৫)কে ৪৩ পিস ইয়াবা, ৪।রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের মৃত ছামাদ আলীর ছেলে মোঃ মনির হোসেন(২৩)কে ৩৭ পিস ইয়াবা এবং ৫।ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কোশা গোপালপুর গ্রামের মোঃ খলিল শেখের ছেলে মোঃ জামাল শেখ(৩৩) কে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের থেকে সর্বমোট ২০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমান মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়।
পরবর্তিতে আটককৃতদেরকে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ৯(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।