রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর শহর হতে ৫গ্রাম হেরোইনসহ মোঃ সাব্বির হোসেন(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
গ্রেফতারকৃত সাব্বির- রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর (বিসিক হেলিপ্যাড) গ্রামের মৃত আবুল হোসেন ও সুমনা আক্তার ওরফে কুটির ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান; গোপন সংবাদের ভিত্তিতে, তার নেতৃত্বে ১৬ এপ্রিল-২৩ রবিবার রাত পৌনে ৯.টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী ভবানীপুর (মুরর্গী ফার্ম) এলাকার আফিয়া পোল্ট্রি ফিড দোকানের সামনে রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে। এ ব্যপারে গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।