রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর ফেলুর দোকান এলাকার পাটকাঠি পুড়িয়ে বিদেশে রপ্তানীর জন্য কয়লা তৈরীর কারখানায় আগুন লেগেছে। ২ এপ্রিল-২৩ রবিবার সন্ধ্যা ৭.টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৯.টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান বলেন- খবর পেয়ে সন্ধ্যা ৭.টার দিকে ঘটনাস্থলে পৌছাই। এরপর থেকে রাত ৯.টা পর্যন্ত ৪ টি ইউনিট মিলে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান- পাটখড়ি পুড়িয়ে (ডাস্ট) কয়লা বানিয়ে সেটা বিদেশে রপ্তানি করে। সেই কারখানায় আজ সন্ধ্যার দিকে আগুন লাগে। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় আমরা তা দেখতে পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়িসহ লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।