স্টাফ রিপোর্টার।। সন্ত্রাস-চাঁদাবাজ বাহিনীতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করার অপরাধে- হুমকি-ধামকিসহ এলোপাথারীভাবে মারপিটের অভিযোগে মোঃ আজম মন্ডলসহ ৭জনের নাম উল্লেখ করে রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ মোঃ সাগর মন্ডল ওরফে আলিম(৩৫)।
মোঃ আজম মন্ডল- রাজবাড়ী জৌকুড়া বাল্বহেড বালি ব্যবসায়ী সমিতি(লিঃ) (ধাওয়াপাড়া) এর সভাপতি ও জেলা পরিষদ সদস্য ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
অভিযোগে উল্লেখ:- আমি মোঃ সাগর মন্ডল ওরফে আলিম (৩৫), পিং- মোঃ শামসু মন্ডল, সাং- কালিনগর, ইউপি- মিজানপুর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী (সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, মিজানপুর ইউনিয়ন শাখা, রাজবাড়ী)।আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১) মোঃ আজম মন্ডল (৪৫), পিং- মফিজ উদ্দিন মন্ডল, সাং- দয়ালনগর (সূর্য্যনগর), ইউপি- মিজানপুর, ২) মোঃ আইয়ুব উকিল খাঁ (৫০), ৩) ছিটু (৩৫), উভয় পিং- মৃত আজাহার খাঁ, উভয় সাং- ডাউকী, ৪) মোঃ আনোয়ার (৩৫), পিং- সাইদ মন্ডল, ৪) পিয়াস মন্ডল (২৫), পিং- সোনাই মন্ডল, সৌমিক মন্ডল (২৪), পিং- সহিদ মন্ডল, ৬)। পিং- অজ্ঞাত, ৭) শাকিল (২৫), পিং- কাদের, সর্ব সাং- দয়ালনগর (সূর্য্যনগর), ইউপি- মিজানপুর, সর্বথানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীগণের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, ইং ২১/০৩/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় আমি এবং আমার প্রতিবেশী মোঃ শামীম শেখ(৩২), পিং- আঃ কাদের শেখ, সাং- দয়ালনগর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীদ্বয় মোটর সাইকেলযোগে রাজবাড়ী শহর হইতে রাজবাড়ী সদর থানাধীন সূর্য্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যাইয়া আমার বন্ধু জনৈক তুষার মন্ডল (৩৪), পিং- তোফাজ্জেল মন্ডল, সাং- সূর্য্যনগর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী এর খোশ গল্প করিতে থাকি। উক্ত সময়ে ৭নং বিবাদী আমার সামনে আসিয়া আমাকে ও জনৈক মোঃ মাসুদুর রহমান(৪০), পিং- মৃত আজগর আলী মন্ডল, সাং- দয়ালনগর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে ও জনৈক মাসুদকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলার হুমকি দিয়া চলিয়া যায়।
আমি ৭ নং বিবাদীর দেওয়া হুমকিতে ভীত হইয়া জনৈক মাসুদকে ঘটনার বিষয়টি খুলে বলিয়া আমার বাড়িতে চলিয়া আসি।
একই তারিখ বিকাল অনুমান ০৪.২৩ ঘটিকার সময় ১ নং বিবাদী তাহার নিজ ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে আমার নিজ ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করিয়া আমার বাড়ির সামনে দাঁড়াইতে বলে। ১ নং বিবাদীর কথামত আমি আমার বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাঁড়াইলে উপরোক্ত বিবাদীরা বে-আইনী জনতাবদ্ধে একত্রিত হইয়া ১ নং বিবাদীর মালিকানাধীন সাদা মাইক্রোবাস যোগে আমার বাড়ির সামনে আসিয়া মাইক্রোবাস হইতে নামিয়াই আমাকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে বাধা নিষেধ প্রদান করা মাত্রই উপরোক্ত বিবাদীরা আমার শার্টের কলার চাপিয়া ধরিয়া আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি, চড় ও লাখি মারতে মারতে কালিনগর সাকিনস্থ জনৈক ঝন্টু মোল্লা(৪৫), পিং- মৃত মাজেদ মোল্লার পুকুরের চালায় নিয়ে পুনরায় আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি, চড় ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্নস্থানে নীলাফোলা জখম করে। তখন আমার আর্তচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীরা আমাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলার হুমকি দিয়া চলিয়া যায়। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার পরিবারের লোকজনদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে সামান্য বিলম্ব হইল। অতএব, মহোদয় সমীপে প্রার্থনা, উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়। বিনীত- মোঃ সাগর মন্ডল ওরফে আলিম।
এ ব্যাপারে, মোঃ সাগর মন্ডল ওরফে আলিমের সাথে রাতে মুঠোফনে কথা হলে, অপনাকে ওরা কি কারনে মারধর করলো ? এমন প্রশ্নের জবাবে আলিম জানান- বালি মহলে প্রভাব বিস্তার ও চাঁদাবাজী করতে আজম মন্ডলের সাথে অনেক লোকজন চলা-ফেরা করে। বালু ব্যবসায়ীরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, আপনারা হয়তো শুনেছেন, কিছুদিন আগে তার বাহিনীর লোকজন চাঁদাবাজী করতে গিয়ে জনসাধারনের হাতে গণপিটুনি খেয়েছে, এ কারনে তার বাহিনীতে আরও লোকজন দরকার। সেকারনে আমাকে তার দলবলের সাথে যোগ দিতে কথা বলে, আমি তার কথায় রাজি না হওয়ায় আমার উপর ক্ষোভ জন্মায়, সেই সূত্র ধরেই আজ আমাকে মেরেছে। তিনি আরও বলেন- আমি এক সময় চরমপন্থী দলের সদস্য হিসাবে পুলিশ প্রশাসনের কাছে আত্নসমর্পন করেছি, স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কখনও ছোট-খাট ব্যবসা আবার কখনও দিনমুজুরে কাজ করে খাই, আমি আর খারাপ রাস্তায় যেতে চাইনা, মরি বাঁচি এটাই আমার শেষ কথা। এসব বিষয় এসপি স্যারকে অবগত করেছি, তিনি ব্যবস্থা নেবেন বলেছেন।
আরও খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন-
১৩কোটি টাকা আত্নসাতের অভিযোগে বাল্বহেড সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।