গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের মেঝতে বালুর মধ্যে পুতে রাখা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ১৬ই মার্চ-২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯.টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মুক্তি মহিলা সমিতির নৈশ প্রহরী রিপন বলেন, 'আমি ঘুম থেকে উঠে নতুর ঘরের দেয়ালে পানি দিতে গেলে বালির ভেতর লাশটির পায়ের ও হাতের কিছু অংশ বের হয়ে আছে দেখে আমার অফিসে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান বলেন- আমরা সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বালু চাপা দেয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। 'লোকটিকে আনুমানিক ভোর রাতের দিকে মেরে পুতে রাখা হয়েছে। লাশটি মাথায় আঘাতের চিহ্ন এবং পেটে ও গলার বাম পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। মৃত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছরের মত হবে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে খবর দিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।