রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গ্রাহকরা এই বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে।
বৃহস্পতিবার (১ লা সেপ্টেম্বর-২২) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফুলের ফিতা কেটে ও কার্ড পাঞ্চের মাধ্যমে এটিএম বুথটির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, সোনালী ব্যাংকের ফরিদপুর অফিসের জিএম খোকন চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী প্রিন্সিপাল অফিসের ডিজিএম ইনচার্জ হাবিবুর রহমান, রাজবাড়ী শাখার ম্যানেজার মুনতাসীর আল মামুন, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ রাজবাড়ী অঞ্চলের সভাপতি আবু দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান শাওন প্রমূখ।
সোনালী ব্যাংক লিমিটেডের রাজবাড়ী শাখার ম্যানেজার মুনতাসীর আল মামুন বলেন, ব্যাংকের সেবা গ্রাহকের হাতের নাগালে পৌছে দিতে জেলার গুরুত্বপূর্ণ স্থান জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এটিএম বুথ চালু করা হয়েছে। এতে আদালত, জেলা প্রশাসকের অফিস, পুলিশ সুপারের অফিস, গণপূর্ত বিভাগ, এজি অফিসসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্য গ্রাহকেরাও এই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।