স্টাফ রিপোর্টার।। পিকাপে পাচারকালে ২৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে হাতে নাতে আটক করে মাদারীপু র্যাব। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি পিকাপ ও ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল জব্দ করা হয়।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আক্তার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (২০ আগস্ট-২২) রাত সাড়ে ৩ ঘটিকার সময় অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন বেইলী ব্রীজের পশ্চিম পাশে বালার বাজার হইতে ডিএমখালী গামী পাঁকা সড়কের উপর থেকে তাদেরকে আটক করে।
আটককৃত হলো- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড কাজী কান্দি গ্রামের মোঃ ইনছান বেপারী ও আয়েশা বেগমের ছেলে মোঃ রাজু বেপারী(৩৪), চর কামারকান্দি (ওয়ার্ড নং-৬) গ্রামের মৃত আজিজ মাতবর ও শাহেবজান বেগমের ছেলে মোঃ মঞ্জু মাতবর(৩৫) ও দ্বিতীয় খন্ড নিয়ামত কান্দি(ওয়ার্ড নং-১) গ্রামের আলতাপ মোল্লা ও আছিয়া বেগমের ছেলে মোঃ হাফিজুর মোল্লা(২২)।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘদিন যাবৎ ঢাকা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার সখিপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।