রাজবাড়ী প্রতিনিধি।। বরগুনার আমতলী হতে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মামুন খান(৩৫) নামের এক মাদক ব্যবসনায়ীকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। এ সময় তার ব্যবহৃত ২টি সীমকার্ড সহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলামের নের্তৃত্বে একটি অভিযানিক দল বুধবার (১০ আগষ্ট-২২) বিকেল সোয়া ৪.টার দিকে অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী থানাধীন সাহেববাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক জসিম মৃধার তিনতলা বিল্ডিংয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মামুন- বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের আমতলী গ্রামের কালাম খানের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।