আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরের শিবচর হতে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০২২ | আপডেট: ২:০২ পূর্বাহ্ণ ,১০ আগস্ট, ২০২২
মাদারীপুরের শিবচর হতে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।। মাদারীপুরের পাঁচ্চর হতে ২৫০ গ্রাম গাঁজা মোঃ কাওসার আহমেদ টিটু খাঁন(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব।

মাদারীপুর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার (৯ আগস্ট-২২) বিকেল সাড়ে ৬.ঘটিকার সময় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার শিবচর উপজলার পাঁচ্চর ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজীপুর গ্রাম হতে ২৫০ গ্রাম গাঁজা তাকে আটক করে।

আটককৃত টিটু- ওই এলাকার আকমল হোসেন খাঁনের ছেলে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Comments

comments