স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর মিজানপুর হতে ৪৫ বোতল ফেনসিডিলসহ কামাল শেখ(৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। এ সময়, মোঃ মিরাজ নামের অপর এক মাদক ব্যাবসায়ী সুকৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৪ আগষ্ট-২২) বেলা ৩.টার দিকে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল- রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় চর বেনিনগর গ্রামের মৃত বালাজদ্দিনের ছেলে। এবং পালিয়ে যাওয়া মিরাজ- মৃত আব্দুল আজিজের ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান: গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ী ডিএসি’র একটি অভিযানিক দল ৪ আগষ্ট বেলা ৩টার দিকে অভিযান পরিচালনা করে মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে কামাল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ মিরাজ নামের অপর এক মাদক ব্যাবসায়ী সুকৌশলে পালিয়ে যায়। আটকের পর কামাল শেখের নিজ বসতঘরের সামনে পূর্বপাশের টিনের একচালা টিন দ্বারা ঘেরাও করা রান্নাঘরের দরজার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪৫বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।