রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. সৈয়দ রফিকুছ সালেহীন(৮৫) দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫শে জুলাই-২২) সকাল সাড়ে ৮.টার দিকে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন.. ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
উল্লেখ্য, মরহুম এ্যাড. সৈয়দ রফিকুছ সালেহীন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাড়াও ১৯৯২ থেকে ২০১১সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং ২০০৪ সাল হতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ হতে ১৯৮৫সাল পর্যন্ত রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯১সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।
বিকাল সাড়ে ৪টার দিকে মরহুমের মরদেহ জেলা বার এসোসিয়েশন ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে জেলা বার এসোসিয়েশনের আইনজীবী পরিষদের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা/ উপজেলা/ পৌর আওয়ামীসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময়, তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন। এরপর-
বিকাল সাড়ে ৫.টায় রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তার মরদেহ মুরগীর ফার্ম এলাকার ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন, মরহুমের বড় ভাই এস.টি.এস মাহমুদ ও ছেলে সৈয়দ সালেহীন পাপন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, জেলা প্রশাসনের এনডিসি মোঃ সাইফুল হুদা, জজ কোর্টের পিপি এ্যাড. মোঃ উজির আলী শেখ, জিপি এ্যাড. মোঃ আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এটিএম মোস্তফা মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেনসহ আদলতের বিচারক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযার নামাজে ইমামতি করেন জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম। জানাযা শেষে তার মরদেহ শহরের নতুন বাজার সংলগ্ন পৌরসভার ১নং কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।