স্টাফ রিপোর্টার।। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে আসন্ন (১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হযয়েছে। এছাড়াও, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ জুলাই-২২) বেলা সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ জলিল মিয়া, প্রফেসর শংকার চন্দ্র সিনহা, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়ত মোঃ ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহীন মিয়া ও এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির জেলা সভাপতি এ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এটিএম মোস্তফা মিঠু, সম্পাদক এ্যাড.বিজন কুমার বোস, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা শেষে একই স্থানে পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধুর পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।