রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নে ভেলা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ ভেলা বাইচ প্রতিযোগীতা দেখতে উপস্থিত হয়েছেল শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ শতশত উৎসুক জনতা।
আলীপুর ৭নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব যুব সমাজের উদ্যোগে ও স্থানীয় যুবক আনোয়ার হোসেন ও মামুনের সহযোগিতায়- শুক্রবার (২২ জুলাই-২২) বিকেলে স্থানীয় একটি পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন শেখের সভাপতিত্ব অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪ নং আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ প্রতিযোগিতায় ১৫টি ভেলা অংশ নেয়। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাবেক ইউপি মেম্বার আব্দুস সাত্তার, ২য় হয়েছেন মোঃ নুরুল ইসলাম ও ৩য় হয়েছেন বাচ্চুর ভেলা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে- প্রথম বিজয়ীকে ১শ কেজি, ২য় বিজয়ীকে ৭৫কেজি ও ৩য় বিজয়ীকে ৫০কেজি মিনিকেট চাউল তুলে দেন অতিথিরা। এছাড়াও, প্রতিযোগীতায় সকল অংশগ্রহনকারীকে শান্তনা পুরস্কার হিসাবে একটি করে গাছের চারা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।