রাজবাড়ী প্রতিনিধি।। ৩০ লাখ টাকার ভুয়া কাবিন নামা তৈরী করে পর পুরুষকে স্বামী দাবি করার অভিযোগে সুমন নামের এক যুবকের দায়েরকৃত মামলায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় কাবিন নামায় স্বাক্ষর করা দুই সাক্ষী রোকন আলী বিশ্বাস ও সারো আলী গায়েনকেও কারাগারে পাঠানো হয়।
আজ রোববার (৩ জুলাই-২২) দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন হায়দার বলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন ৩০ লাখ টাকার একটি ভুয়া কাবিন দেখিয়ে সুমন মিয়াকে স্বামী বলে দাবি করেন। এর বিরুদ্ধে সুমন মিয়া বাদী হয়ে রাজবাড়ীর ১নং আমলী আদালতে “আলেয়া খাতুনের বিয়ের ৩০ লাখ টাকার কাবিন নামাটি ভুয়া ” দাবী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আলেয়া খাতুন এবং কাবিন নামায় স্বাক্ষর করা দুই জন স্বাক্ষীর বিরুদ্ধে সমন জারি করেন। মামলার আসামি হিসেবে আলেয়া খাতুন ও তার দুই জন স্বাক্ষী রবিবার দুপুরে আদালতে জামিনের আবেদন করলে সে সময় আদালতের বিচারক সুমন হোসেন তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, আলেয়া খাতুনের পূর্বের স্বামীর সংসারের ২ জন ছেলে সন্তান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।