আজ : রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ২ কেজি গাঁজাসহ আটক ১ ও মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ ,৩০ জুন, ২০২২ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ণ ,১ জুলাই, ২০২২
দৌলতদিয়ায় ২ কেজি গাঁজাসহ আটক ১ ও মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া হতে ২ কেজি গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম(৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তি- দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত এনায়েত মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১ টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সামছু মাষ্টার পাড়ায় গ্রেফতারকৃতর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই দিন, দৌলতদিয়া ঘাটের পোড়াভিটাতে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে, মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ৭ দিনের ও ৩ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু।

Comments

comments