আজ : রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশার পাট্টা ইউপি মেম্বারকে কালুখালিতে গুলি করে হত্যা !


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ ,২৯ জুন, ২০২২ | আপডেট: ১:৫৯ পূর্বাহ্ণ ,৩০ জুন, ২০২২
পাংশার পাট্টা ইউপি মেম্বারকে কালুখালিতে গুলি করে হত্যা !

বিধান কুমার।। পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ফয়েজুর বিশ্বাস ওরফে ফয়েজ মেম্বার (৫০) কে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জুন-২২) সন্ধ্যা পৌনে ৭.টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত ফয়েজুর বিশ্বাস ওরফে ফয়েজ মেম্বার- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিলমণ্ডপ গ্রামের আবদুল হামিদ বিশ্বাসের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন। আগেও একবার তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল।

স্থানীয়সূত্রে জানা যায়- আজ বিকেলে তিনি বাহের মোড় নামক বাজারে ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে কল আসে। ফোনে কথা বলার পর তিনি একটি ভ্যানে চড়ে রওনা হন। কিছু দূর যাওয়ার পর সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। তাঁকে ভ্যান থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। স্থানটি বাহের মোড় থেকে আধা কিলোমিটার ও তাঁর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে।

আরও জানা যায়, তিনি একজন নিরিহ মানুষ ছিলেন, এর আগে ২০১২ বা ’১৩ সালের দিকে এক রাতে ফয়েজুর ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেবেশ শীলকে হত্যাচেষ্টা করা হয়। তাঁদের ফোন করে আঁধারকোটা মোড় নামক এলাকায় ডেকে নিয়ে গুলি করা হয়। দেবেশ ঘটনাস্থলেই নিহত হন। সেদিন ফয়েজুর গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে যান। দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করার পর তিনি সুস্থ হন। আজ তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা সাংবাদীককে জানান, ‘সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিষয়টি জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এর আগে গুলি করার বিষয়ে জানি না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান- মরদেহ উদ্ধার করা হয়েছে।  বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

comments