স্টাফ রিপোর্টার।। মাদারীপুর সড়কে “দিদার পরিবহন” বাস তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতে নাতে আটক করেছে মাদারীপুর র্যাবের একটি আভিযানিক দল।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৯ জুন-২২) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় মাদারীপুরের “আছমত আলী খান সেতু টোল প্লাজা”এর পূর্ব পাশে শরীয়তপুর হতে মাদারীপুর গামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে “দিদার পরিবহন” নামক একটি বাস তল্লাশী করে গাঁজাসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হলো- চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের আনোয়ার হোসেন ও রুচিয়া বেগমের ছেলে মোঃ ইলিয়াস আহম্মেদ(২৩) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের মোঃ ফরিদ মিয়া ও ইয়াসমিন বেগমের ছেলে মোঃ ফয়সাল মিয়া(১৯)।
র্যাব ক্যাম্প জনতার মেইলকে জানায়- আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ঘাট ব্যবহার করে মাদারীপুর ও শরীয়াতপুর জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহণ করে আসছিল।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।