রাজবাড়ী প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতু উদ্বোধন করেন। স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে- রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে ২৫শে জুন-২২ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মিরা নৃত্য পরিবেশন করেন ও দেশাত্বোবোধক গান করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহাবুর রহমান খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শহিদ নুর আকবর, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা প্রশাসকের সহধর্মিণী ও রাজবাড়ী লেডিস ক্লাবের সভানেত্রী জিনাত আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাইনুদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে, সহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ জেলার সর্বস্তরের জনগণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।