আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ ,২৬ জুন, ২০২২ | আপডেট: ২:২২ পূর্বাহ্ণ ,২৭ জুন, ২০২২
রাজবাড়ী প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

বিধান কুমার।। “মাদককে না বলুন” “মাদক কোন ফ্যাশান নয়’ ভয়াবহ পরিনতির পথ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ীতে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উৎযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ই জুন রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে এক বিশাল র‌্যালী বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় আম্রকানন চত্বরে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উৎযাপন অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কর, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আদ্বুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, ইসলাম জাগরণ মাদক আসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ টিপলু, ফেরা মাদক আসক্ত নিরাময় কেন্দ্রের রেজাউল করিম, নানা দপ্তরের দপ্তর প্রধানগণ সহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, শুধু রাজবাড়ী’ই নয় সারাদেশে ছরিয়ে গেছে মাদকের ভায়াল ছোবল। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দলন গড়ে তুলতে হবে তা না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আগামীতে আরও ধ্বংস হয়ে যাবে । একটি পরিবারে যদি একজন মাদক মাদকসেবী থাকে সেই পরিবার ধ্বংস হবেই এটাই বাস্তব ,তাই আগে এই মাদক কে না বলতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে।তাহলেই যদি আমাদের যুব সমাজকে কিছুটা মাদকের হাত থেকে রক্ষা করা যাবে। আমরা ও আমাদের পরবর্তী প্রজন্ম একটা মাদক মুক্ত সমাজ ও ভবিষ্যত পাবে। তাই আমাদেরকে আরো সজাগ ও সচেতন হতে হবে।

Comments

comments