রাজবাড়ী সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ ,১৩ জুন, ২০২২ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ণ ,১৪ জুন, ২০২২
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ ,১৩ জুন, ২০২২ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ণ ,১৪ জুন, ২০২২
বিধান কুমার।। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ই জুন-২২ সোমবার সকাল সারে ১০.টা ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে- মত বিনিময় সভায় বক্তব্য রাখেন-
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে ছালমা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল ,আইনশৃঙ্খলা কমিটির সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।
এ সভায় আরও বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা (কমান্ডার) আঃ জলিল, দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার ,পাচুরিয়া ইউপি চেয়ারম্যান, মোঃ রতন, শহীদওহাবপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভূইয়া, চন্দনী ইউপি চেয়ারম্যন মোঃ আদ্বুর রব সহ সদরের সকল ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সকল কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এ সভায়- মাদক, বাল্যবিয়ে বন্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহনসহ বিভিন্ন দিক নির্দেশামূলক উপদেশ ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা অনু্ষ্ঠিত হয়।