স্টাফ রিপোর্টার।। ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারণের জন্য- রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে পৌর জামতলা পর্যন্ত সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (৮ জুন-২২) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের ষ্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় এবং রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিশ রহমান।
রাজবাড়ী সওজের কর্মকর্তা আশরাফুল হামিদ বলেন- এর আগে ৩টি নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। তবে, দোকানদাররো বলেন, তারা নাকি কোন নোটিশ পায়নি।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের ষ্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় জানান, এ এলাকার ৯০জন অবৈধ দখলকারীকে এর আগে দুই বার সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ না করায়, আজকের অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। আজ ৭০টি স্থাপনা ভাঙা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।