স্টাফ রিপোর্টার।। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক)” নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার ঐতিয্যবাহি ‘শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
বুধবার (২৫ মে-২২) রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ট প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রেজাউল করিম ২০০১ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাওরাইলের মোহাম্মদ আলী একাডেমীতে। ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন পাবনার মাশুমদিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে। এরপর ২০১৫ সালে আবার সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে, এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ৩০/০৬/২০১৯ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ০১/০৭/২০১৯ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন।
তাকে “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক)” নির্বাচিত করায় বিচারক মন্ডলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রেজাউল করিম। সেই সাথে তিনি, সহকর্মীবৃন্দসহ সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।