প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৭:০৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে ও পাংশায় ৬ ক্লিনিক কে সিলগালা এবং ২ ক্লিনিক কে জরিমানা।
বিধান কুমার।। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও মান উন্নয়নে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর- রাজবাড়ীর নেতৃত্বে রাজবাড়ীতে ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল গুলোতে অভিযানে ২৯ শে মে-২২ জনাব কাজী রকিবুল হাসান এ ডি ভোক্তা নেতৃত্বে রাজবাড়ী শহরের বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল গুলোতে অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠান পরিচালনায় সরকারী বিধি বিধান না মানায় ১। আল-রাজী ডায়াগনস্টিক সেন্টার ২। ডিজিটাল ক্লিনিক ৩। শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ৪। মেরি ক্লিনিক- এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
লাইসেন্স নবায়নের জন্য -১। বলাকা ডায়াগনস্টিক সেন্টার ২। মেডিকেল সেন্টার ৩। নুর ডায়াগনস্টিক সেন্টার ৪। আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ৫। খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার ৭। ডক্টরস কেয়ার ৮। রাবেয়া হাসপাতাল ও ৯। যমুনা ডায়াগনস্টিক সেন্টার কে নির্দেশ প্রদান করা হয় ও সতর্ক করা হয়। অভিযান অভিযান চলাকালে রাবিয়া হাসপাতলে ফ্রিজে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া যায় এবং দোষ স্বীকার করায় অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। সহযোগিতায় ছিলেন ডা. মোঃ আবু হানিফ মেডিকেল অফিসার , ডা.আব্দুল গাফফার মেডিকেল অফিসার , মোঃ আক্কাস আলী সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস, রাজবাড়ী এবং সবুজ হোসেন ভোক্তা অফিস, রাজবাড়ী। আইন-শৃঙ্খলায় রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।
অন্যদিকে অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে রাজবাড়ীর পাংশা উপজেলায় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স জাল করায় ২টি ক্লিনিক কে সিলগালা ও ২ টি ক্লিনিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় আরো ২ টি ক্লিনিকে গিয়ে তাদেরকে বন্ধ পাওয়া যায়।
২৯ মে (রবিবার) সকাল ১১.০০ টা থেকে থেকে পাংশা উপজেলায় এই অভিযান শুরু করা হয়। এসময় পাংশা উপজেলার পৌর এলাকার উপজেলা সড়কের মা,শিশু ও ডায়াবেটিস্ হাসপাতালকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমান ও সিলগালা করে দেওয়া হয়। সেইসাথে এন আর ক্লিনিক কে লাইসেন্সের নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হলেও পরবর্তীতে ভুয়া লাইসেন্স প্রদর্শনের অপরাধে সিলগালা করা হয়। এছাড়া নবায়ন না থাকায় মেডিল্যান্ড হাসপাতাল এন্ড ডায়গনেস্টিক সেন্টার ও মঈন চক্ষু ফ্যাকো সেন্টার কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।তাছাড়া জয় সনো চেম্বার ও শুকরিয়া মেডিকেল কমপ্লেক্সে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসহাত তাসনিম আওন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তৈয়বু্র রহমান ও পাংশা মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্য। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন সম্পন্ন ।