স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর জৌকুড়া গ্রামে ২য় শ্রেনীর এক কন্যা শিশু (৭) কে ধর্ষন করার অপরাধে মোঃ ফয়সাল সরদার(১৪) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে রাজাবাড়ী থানা পুলিশ। ধর্ষনের শিকার হওয়া শিশুটিকে রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষক ফয়সাল- নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টরসর রানীনগর পশ্চিমপাড়া (খট্টেশর) গ্রামের মোঃ নজরুল ইসলাম সরদারের ছেলে। ফয়সাল তার দুলাভাই রশিদ মোল্লার বাড়িতে থাকতো। রশিদের বাড়ি রাজবাড়ী জেলা সদরের (ধাওয়াপাড়া) জৌকুড়া গ্রামে।
১৭ই মে-২২ মঙ্গলবার বেলা ৩ টার দিকে- রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়ন জৌকুড়া গ্রামে ধর্ষকের দুলাভাই রশিদ মোল্লার বাড়ির ইজিবাইক চার্জ দেওয়ার ঘরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই পাশের বাড়ি থেকে চিৎকার করতে করতে শিশুটি বাড়িতে আসে এবং ঘটনাটি তার মায়ের কাছে বলে। পরবর্তীতে জখমকৃত কন্যা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষনের শিকার হওয়া শিশুটির মা হাসপাতালে কান্নারত অবস্থায় এ কথা জানান।
শিশুটির মেডিক্যাল পরীক্ষা করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের গাইনী বিভাগের ডাঃ নাজনীন সুলতানা । শিশুটি বর্তমানে সদরপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় আছে।
হাসপাতালের জরুরি বিভাগের স্টাফরা সাংবাদিককে জানান- হাসপাতালে আনার পর শিশুটি ব্লেডিং হচ্ছিল, তাকে অপারেশন কক্ষে ঢুকানো হয়েছিল। শিশটি বর্তমানে হাপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় রয়েছে। ১৭/৫/২২ তারিখ ৪.টা ২০ মিনিট সময়ে তাকে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান- এস.আই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জৌকুড়া গ্রাম থেকে ধর্ষক ফয়সাল(১৪) কে গ্রেফতার করে। এ ঘটনায় ধর্ষনের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানায় মামলা নং-৩১, তারিখ-১৭/০৫/২০২২ খ্রিঃ, ধারা:- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী/০৩ এর ৯(১)।
এস.আই মোহাম্মদ আতিয়ার রহমান জানান- গ্রেফতারের পর ফয়সাল নিজেই নিজের অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।