রাজবাড়ী প্রতিনিধি।। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে গণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬শে ফেব্রুয়ারী-২২ শনিবার বিকালে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা সুজনপাড়ার মার্কাস মসজিদ সংলগ্ন মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ৫ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
স্থানীয় সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ, মাদক বিরোধী নাগরিক কমিটির আহ্বায়ক ও কিশোর ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসানুল করিম চৌধুরী হিটু, নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাঃ আবুল হোসেন কলেজের ভাইস প্রিন্সিপাল খন্দকার ফারুক আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ উজির আলী শেখ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ সফিকুল হোসেন সফি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শীর্ষেন্দু সাহা, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনও স্থানীয় বাসিন্দারা।
এ সময়, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ সাইদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের বিট অফিসার এসআই কামরুজ্জামান সহ পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন- আমি কখনো সন্ত্রাসী, মাস্তানী ও অন্যায়কে প্রশ্রয় দেই না, আমার কোন সন্ত্রাস/মাস্তান বাহিনী নাই, প্রয়োজনে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে বলি। আমরা সবাই শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। কাউকে অশান্তি করতে দেওয়া হবে না। যাদের দ্বারা এই এলাকার শান্তি নষ্ট হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। এভাবে সবাই প্রতিবাদ করলে কেউ সন্ত্রাস, চাঁদাবাজী ও মাস্তানী করার সাহস পাবে না বা করলেও পার পাবেনা।
তিনি আরো বলেন, এ সভায় উপস্থিত পুলিশ সুপার সব শুনলেন, এলাকার শান্তি রক্ষার জন্য যা যা করার দরকার করবেন। যারা অন্যায় করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন- জনগণকে শান্তিতে রাখা আমাদের দায়িত্ব। এ ব্যাপারে সমাজের মানুষেরও দায়িত্ব আছে। আপনারা যেকোনো সমস্যায় আমাকে ফোন দিবেন। আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা(পুলিশ) সবসময় আপনাদের পাশে আছি। তবে, সন্তানরা কী করে কাদের সাথে মেশে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
তিনি আরো বলেন- আপনাদের প্রতি অনুরোধ বিয়ে, জন্মদিন, সুন্নতে খাৎনার মতো অনুষ্ঠানে উচ্চস্বরে ডেকসেট বা সাউন্ড সিস্টেম বাজাবেন না, পরিবেশ উত্তপ্ত করে মানুষের শান্তি নষ্ট করবেন না। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন।
সমাবেশে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজদের দৌরাত্ম্য ও মাদক সংশ্লিষ্ট অপকর্ম বেড়েছে। প্রতিবাদ করতে গেলে হুমকী ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে তারা পুলিশ সুপারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।
https://youtu.be/XXxDkobtGao
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।