আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দৈনিক-আমার-সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ ,২৭ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১:০১ পূর্বাহ্ণ ,১ মার্চ, ২০২২
রাজবাড়ীতে দৈনিক-আমার-সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাজবাড়ী প্রতিনিধি।। দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় রাজবাড়ী প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম (টুটুল) এর নিজস্ব কার্যালয়ে পত্রিকাটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ জহুরুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সালাহ উদ্দিন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ (তিতু), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজবাড়ী জেলা শাখার পরিদর্শক জিল্লুর রহমান, জেলা ট্রাফিক ইনস্পেক্টর তারক পাল, মিজান পুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজম আলী মন্ডল, এডভোকেট রফিক, এডভোকেট বিপ্লব কুমার রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, আমার সংবাদের পাংশা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, গোয়ালন্দ প্রতিনিধি রুমন শেখ, এশিয়ান টেলিভিশনের জেলা ক্যামেরাপারসন আল-আমিন হোসেন শাকির, ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, মেরিন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সহ অন্যান্য সংবাদ কর্মী পাঠক ও শুভাকাঙ্ক্ষী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজবাড়ী প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল।

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় বক্তারা পত্রিকাটির সম্পাদক, সকল প্রতিনিধি কলাকৌশলীদের সফলতা কামনা করেন। পত্রিকাটি আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাধারণ মানুষের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন।

Comments

comments