স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর লক্ষ্মীকোলের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে এক বখাটে যুবক বলাৎকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বলাৎকারের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ১৭ ফেব্রুয়ারি-২২ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বলাৎকারকারী- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের লক্ষীকোল গ্রামের সেতু ওরফে সজল ফকির (২৬)।
শিশুটির মা জানান, গত বুধবার তিনি বাড়িতে ছিলেন না, বিকেলে বাড়ি ফিরে দেখে তার ছেলে পেটে ব্যথায় কান্নাকাটি করছে, ভাত খাবেনা। তিনি গ্যাসের ব্যথা ভেবে ওষুধ খাওয়ান। পরদিন বৃহস্পতিবার সকালে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়লে কী হয়েছে জানতে চান। একপর্যায়ে তার ছেলে তাকে বলে, বুধবার সকালে সজল তাকে (শিশুকে) সিগারেট নিয়ে সজলদের বাড়ি যেতে বলে। তার ছেলে সিগারেট নিয়ে সজলদের বাড়ি যাওয়ার পর একটি ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। ঘটনার কথা কাউকে বললে মারধরের ভয় দেখায়। যেকারণে প্রথমে কাউকে কিছু বলেনি।
শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে কথা হয় শিশুটির বাবার সাথে। তিনি জানান, ঘটনার পর পুলিশ এসেছিল। অভিযোগ করতে থানায় যেতে বলেছিল। কিন্তু তারা গরীব মানুষ। কী করবেন কিছু বুঝতে পারছেন না। অভিযুক্ত সজলের বাবা ইউসুফ ফকীর তার কাছে এসে ঘটনা মিলমিশ করে নিতে বলেছেন বলেও তিনি জানান।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।