আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দে ১৭৫লিঃ দেশী মদসহ আটক ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ ,১৬ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ ,১৮ ফেব্রুয়ারি, ২০২২
র‌্যাবের অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দে ১৭৫লিঃ দেশী মদসহ আটক ২

বিধান কুমার।। ইজিবাইকে পরিবহণকালে গোয়ালন্দে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদ সহ ২জন মাদক ব্যবসায়িকে আটক করেছে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি টহল দল। এ সময় তাদের থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং ২টি ইজিবাইক জব্দ করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রসুলপুর গ্রামের মোঃ সোহরাব সর্দারের ছেলে মোঃ গোলাম মাওলা(১৮) ও আজিম উদ্দিন সরকার পাড়া গ্রামের মোঃ কোবাদ মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা(১৮)।

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ ফেব্রুারি-২২ বুধবার দুপুর সাড়ে ১২. ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন সিরাজ খার পাড়া গ্রামস্থ জনৈক মোঃ হারেজ খানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ইজিবাইক গতিরোধ করে তাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Comments

comments