বিধান কুমার।। রাজবাড়ীর পাংশা সরিষা থেকে ২রা ফেব্রুয়ারী-২২ বিকাল ৪ টার সময় ৩ শত পিচ ইয়াবা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিমের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট জাহিদ বিশ্বাস (২২) গ্রেফতার হয় ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুল করিম ওরফে কুটি (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
মাদক সম্রাট জাহিদ বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহুলাডাঙ্গা কারীগর পাড়ার মৃত মোতাহার বিশ্বাসের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৩ শত পিচ ইয়াবা জদ্ব করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।