স্টার্ফ রিপোটার।। ফরিদপুর জেলার ভাংগা থানার পুলিয়া বাজার এলাকা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-০৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল। এ সময় তাদের হেফাজত হতে ২৭.৫ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার দোয়াউড় গ্রামের মৃত রফিক মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বর (৩৭) ও একই থানার করবা এলাকার মোঃ আলমগীর হোসেনের স্ত্রী রিনা খাতুন (৩৫) এবং কুমিল্লা জেলার কোতয়ালী থানার জগন্নাথপুরের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ রাকিব হোসেন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় উক্ত গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম করে আসছে।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জানান, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে সেবন করছে গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এরোই ধারাবাহীকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফরিদপুর জেলার ভাংগা থানার পুলিয়া বাজারের দক্ষিন পাশে মাওয়া-ভাংগা মহাসড়ক হইতে শিমুলীয়া বাজারগামী সংযোগ সড়কে মোড়ে চেক পোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।