বিধান কুমার।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন হতে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (২৮) ও একই এলাকার মৃত দশরত মন্ডলের ছেলে বিশ্বজিত মন্ডল(৪০)। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স জঙ্গলে অভিযান পরিচালনা করে। অভিযানে সনজিতের কাঠের দোকানের ভেতর থেকে অস্ত্রের বাট মেরামতের সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এব্যাপারে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রের বাট মেরামতের সময় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।