বিধান কুমার।। আসন্ন চতুর্থ দফা রাজবাড়ী সদর উপজেলার ইউপি নির্বাচনে ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ নং চন্দনী পরিষদ একটি ডিজিটাল ইউপি নামে গড়তে চান সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক শিকদার। তাই আসন্ন ১৩ নং চন্দনী ইউনিয়ন পরিষদের এর নির্বাচনে সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক শিকদার জনপ্রিয়তা নদীর জোয়ারের মত। এইবার জনগণ তাকেই চায় বলে জানিয়েছেন ভোটাররা। তাই তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। এবার তিনি স্বতন্ত্র প্রাথী হিসাবে আনারস প্রতিক নিয়ে জয়ী হবেন বলে এলাকার জনগন এবং ভোটারা এলাকার সকল স্তরের জনসাধারণ স্বতন্ত্র প্রার্থী নিয়ে সপ্ন দেখেন। তিনি বলেন ১৩ নং চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নির্বাচিত হয়ে রাজবাড়ীর মধ্যে শ্রেষ্ট ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়বে। এলাকার জনগন" না"ছার বান্দা এইবার তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে এলাকার জনগন ব্যাপক কর্মি সমর্থন নিয়ে সর্বদা পাশে আছে। তাই তিনি এবার আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বচন করে জয়ী হবেন বলে তার আসা। এই বার ও তিনি জনপ্রিয়তার শীর্ষে, প্রত্যকটি পাড়ায়, গ্রামে, হাট বাজার, চারদোকানে বাড়ি বাড়ি গিয়ে জানা যায় জনগনের মাঝে রয়েছে তাহার অতুলনীয় অবদান এবং গ্রহণ যোগ্যতা। কারন তিনি ছোট বেলা থেকেই ছিলেন এক জন পরোপকারী নিঃস্বার্থ সমাজ সেবক। সেজন্যই জনগণ তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটাররা। তিনি এলাকায় প্রচুর পরিমাণ উন্নয়ন করেছেন, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল সহ অনেক সামাজিক সংগঠন এর উন্নয়ন করছেন ব্যক্তিগত অনুদানে করোনা কালীন সময় থেকে এপর্যন্ত তিনি বহু মানুষ কে সহযোগিতা করেছে যেমন, তেমনি তিনি অনেক গরীব ছাত্র ছাত্রীর পড়াশোনা করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন সরকারী তহবিল থেকে শুধু তাইনা তার ব্যক্তিগত ফ্যান্ড থেকে। গরীব মেয়েদের বিয়ে শাদীতে সহায়তা করেছে এবং অসহায় রুগ্ন কর্মহীন লোকজন কে সহযোগিতা করেছে দানবীরের মত,তাহার নিকট থেকে কেহ কোন সময় খালি হাতে ফেরেননি বলে জানান এলাকার জনগন। ব্যক্তি জীবনে তিনি একজন ভালো মানুষ ভদ্রলোক, নিঃস্বার্থ সমাজ সেবক। তার নিকট কোন দল ধর্ম বর্ণ নেই তিনি সবার সাথে মিশে কাজ করেন এবং যে কোন লোক তার নিকট কোন সমস্যা নিয়ে আসলে তিনি অর্থ শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেন, তাই সকল স্তরের জনসাধারণ এর নিকট রয়েছে তাহার শুনাম ও গ্রহণ যোগ্যতা। অন্যান্ন ধর্মের ও সকল অন্যান্ন দলের মাঝে ও তাহার রয়েছে অতুলনীয় সুনাম ও গ্রহণ যোগ্যতা। এলাকার শ্রমিক, দিন মুজুর,সিএনজি, অটোরিকশা ড্রাইভার, ব্যাবসায়ী চাকুরী জীবি শিল্প পতি ব্যাবসায়ী ও ওলামা হযরত গন ও জানান তিনি পাঁচ ওক্ত নামাজ পড়েন, একজন প্রকৃত পক্ষে ভালো মানুষ তিনিই। এই ইউনিয়ন কে উন্নয়ন এর রোলমডেল করতে ইউনিয়ন এর উন্নয়ন এর সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি ডাকাতি, মাদক বাল্যবিবাহ চাঁদাবাজ, সন্ত্রাসী ঝগড়াঝাটি দমন করতে তিনি তার শ্রম মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছন। তাই এলাকার ভোটারদের একটাই দাবী একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন,ভোটারা যেন র্নিভয়ে তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারেন। তাই ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।সেই সাথে উর্ধতন প্রশাসন স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন সহ রাজবাড়ী ১ আসনের মননীয় সংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী সহ সকলের সহযোগিতা চেয়েছেন যেন ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের নির্বাচন টা গত বারের মত অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।