আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন আজিজ আহমেদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ ,১৯ জুন, ২০১৮ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ণ ,১৯ জুন, ২০১৮
বাংলাদেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন আজিজ আহমেদ

জনতার মেইল ডেস্ক ।। বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। আগামী ২৫ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন অবসরে যাবেন।
সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্বরত আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, তাঁর স্ত্রী বেগম দিলশাদ নাহার আজিজ একজন গৃহিণী। তাঁদের তিন পুত্রসন্তান রয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের জন্ম ১৯৬১ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৮১ সালের আগস্ট মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন।
বর্তমানে আজিজ আহমেদ ছাড়াও সেনাবাহিনীতে দুইজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তাঁরা হচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহাফুজুর রহমান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মো. নাজিমুদ্দিন।

Comments

comments