আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান চুরি।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ ,১৪ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ণ ,১৬ সেপ্টেম্বর, ২০২১
পাংশা রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান চুরি।

পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে এক বাক প্রতিবন্ধির দোকানে চুরি সংগঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধি কনক মঙ্গলবার রাতে বেচা-কেনা শেষে বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ দোকান কনক ষ্টোর বন্ধ করে বাড়ি চলে যায়। রাতের কোন এক সময়ে চোর পার্শ্ববর্তী পরিত্যাক্ত এক দোকানের ভিতর দিয়ে এসে কনকের দোকানে ঢুকে নগত ৩ হাজার টাকা ও ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীরা আরোও বলেন, প্রতিবন্ধি ভদ্র এই গরীব ছেলেটির দোকানে চুরি হওয়ায় আমরা কষ্ট পেয়েছি। আসলে চোরে যে শোনে না ধর্মের বানী তা চোর আবারও প্রমান করলো।

Comments

comments