বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে গোয়ালন্দে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ৯:২৭ অপরাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০২১
গোয়ালন্দ প্রতিনিধি।। “রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত মানবিক অনুভূতি “এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে গোয়ালন্দে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ লা সেপ্টেম্বর বুধবার ২০২১ বুধবার সকালে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চৌধুরী আবদুল হামিদ একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সদস্যবৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক চৌধুরী আবদুল হামিদ একাডেমি বরাট গোয়ালন্দ রাজবাড়ী। শহিদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক চৌধুরী আবদুল হামিদ একাডেমি, শাহরিয়ার রিয়াজ প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি , প্যাথলজি টেকনিশিয়ান চন্দন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি হৃদয় হাসান। কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেন রিয়াদ পার্থ শোভন সোলেমান নাইমুর প্রমুখ।