গোয়ালন্দ প্রতিনিধি।। ২৮ আগস্ট-২১ শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়পাড়া এলাকায় ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাচ্চু মোল্লা ও তার পরিবার মিলে সাংবাদিক সম্মেলন করেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাচ্চু মোল্লাকে পিটিয়ে গুরুতর জখম করেছে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি।মোহাম্মদ আলী তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে উনাকে অনেক জন চেনে। উনি গোয়ালন্দ উপজেলায় দুইটি আলিসান বাড়ীর মালিক। মোহাম্মদ আলী (৪৫) গোয়ালন্দ উপজেলার কুমড়া কান্দি গ্রামের মৃত গেদু মোল্লার ছেলে। সাংবাদিক সম্মেলনে বাচ্চু মোল্লা তার সাধারণ ডায়েরি সূত্রে জানান, বাচ্চু মোল্লা বৃহস্পতিবার ২৬ আগস্ট বিকেলে গোয়ালন্দ উপজেলার বাস স্ট্যান্ড বাবুর পানের দোকানের সামনে মোহাম্মদ আলীকে দেখতে পেয়ে তার কাছে পাওনা টাকা চাই। উক্ত টাকা চাওয়ায় মোহাম্মদ আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি গালিগালাজ করতে নিষেধ করলে আমার নাক সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মেরে জখম করে। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমাকে যখন মার ছিলেন তখন আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। উল্লেখ্য বাচ্চু মোল্লা গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতার স্বাক্ষরিত উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি। আমি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে গোলন্দঘাট থানায় এসে সাধারণ ডায়েরি করি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন আমি কিছুই জানিনা।কে বা কারা মারছে তাও জানি না।আমিতো চিনিইনা যে মার খাইছে।আমার নামে মিথ্যা অভিযোগ করেছে।রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমার নামে এই অভিযোগ।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান,বাচ্চু মোল্লা নামের যুবক গোয়ালন্দ ঘাট থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে আমরা আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।