পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাট্ট ইউনিয়নের পুঁইজোর বাজারে এ অফিস উদ্বোধন করেছে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী বিশ্বাস। তিনি পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।শুক্রবার বিকাল ৫ টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুঁইজোর বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাট্টা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিক প্রত্যাশি তিনি। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে এ আফিস উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউনুয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সেচ্ছা সেবক লীগের রেজাউল করিম বিশ্বাস, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাস প্রমুখ।এছারাও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পাট্টা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী বিশ্বাস বলেন আমি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়নের উন্নয়ন সহ মাদক সন্ত্রাস নির্মূল করে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।